ঢাকা : বরগুনার পাথরঘাটায় ডকইয়ার্ডে আগুনে সমুদ্রগামী পাঁচটি মাছধরা ট্রলার পুড়ে গেছে। রবিবার রাত ১১টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাওলানা আব্দুল কাদেরের ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় প্রায় দেড় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। খবর পেয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শাহজাহান সিকদার জানান, আগুনের পর ট্রলারগুলোতে দাহ্য পদার্থ আর প্রচণ্ড বাতাস থাকার কারণে আগুন চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনার ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান শাহজাহান।
Discussion about this post