নারায়ণগঞ্জ প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযানে একটি মিনি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১,৮৯৬ পিচ ভারতীয় শাড়ী, ১১৫টি ভারতীয় থ্রী-পিচ ও ১৮৯টি ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করেছে র্যাব-১১’র নারায়ণগঞ্জ কার্যালয়ের সদস্যরা। এ সময় মোঃ মনির হোসেন (৪০) ও মোঃ মামুন হোসেন (২৯) নামে ২ জনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শনিবার বিকেলে র্যাব-১১’র এএসপি মোঃ সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শুক্রবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়, একটি অজ্ঞাতনামা চোরাইচক্র আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত হতে অবৈধভাবে চোরাই পথে ভারতীয় শাড়ী, থ্রী-পিছ ও লেহেঙ্গা বাংলাদেশে নিয়ে আসছে। ধারণা করা যায়, উক্ত আসামীরা উল্লিখিত ভারতীয় শাড়ী, থ্রী-পিছ ও লেহেঙ্গা কাভার্ডভ্যান যোগে পরিবহন করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহের উদ্দেশ্যে রওনা করেছিল। এই সকল চোরাইচক্রের বিরুদ্ধে র্যাব-১১’র অভিযান অব্যাহত থাকবে।
Discussion about this post