বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ৪৭৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় ফেন্সিডিল চোরাচালের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। সোমবার রাতে বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী বগুড়া বাজার বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সাতক্ষীরার কলারোয়া উপজেলার কারিমুল ইসলাম ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার রাসেল। মঙ্গলবার র্যাবের পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদে তারা জানতে পারেন ফেন্সিডিলের একটি বড় চালান নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তারা বগুড়া বাজার বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে ফেন্সিডিল বহনকারী ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে ৪৭৬ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে ফেন্সিডিল ও ট্রাকসহ কারিমুল ও রাসেলকে আটক করে র্যাব-১২ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছে তারা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত। তারা বগুড়ার জেলার বিভিন্ন এলাকায় এসব মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post