আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও ‘যুদ্ধাপরাধী’ বলে অভিহিতের পাশাপাশি আন্তজাতিক আদালতে তার বিচারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি, ইউক্রেনের বুচা শহরে একটি গণকবর খুঁজে পাওয়া গেছে। প্রায় ৩০০ বেসামরিক নাগরিককে রুশ বাহিনী হত্যা করে বলে দাবি করে ইউক্রেন। এ ছাড়া, শহরের রাস্তায় রাস্তায় মৃতদেহ পড়ে থাকার দাবি করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বুচা শহরে গণকবর খুঁজে পাওয়ার পর গত সোমবার প্রথমবারের মতো ওয়াশিংটনে এ বিষয়ে কথা বলেন বাইডেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন পুতিনকে ‘নিষ্ঠুর’ ব্যক্তি হিসেবে অভিহিত করেন। এর আগে পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন বাইডেন। সে প্রসঙ্গে তিনি বলেন,‘‘আমি পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলার কারণে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছি; কিন্তু আমি আবারও বলতে চাই পুতিন একজন যুদ্ধাপরাধী।’’ তিনি আরও বলেন, যুদ্ধাপরাধের বিচার শুরুর জন্য আমাদেরকে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করতে হবে। এ ঘটনার কারণে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গত সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি বুচায় সংঘটিত ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে শনাক্তের দাবি করে। কিন্তু এ ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায় বাইডেন। এর আগে বুচায় সংঘটিত নারকীয় নৃশংসতায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।
Discussion about this post