নওগাঁ প্রতিনিধি: শুক্রবার বেলা সাড়ে ১১টায়নওগাঁর মহটদেবপুর উপজেলার চান্দাস ইউনিয়নের মহাদেবপুর-ছাতড়া সড়কের বাগডোব ইটভাঁটি সংলগ্ন স্থানে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা খেলে মোটরবাইক চালক নিয়ামতপুর উপজেলার পুঙ্গি আদিবাসী পাড়ার যোগেশ পাহানের পুত্র পলাশ পাহান (২৪) নিহত হয়েছে।এসময় তার অপর সঙ্গী আহত হয়।
Discussion about this post