ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সোহাগ (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢাকেম) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহাগের বাবা জহিরুল ইসলাম বলেন, আমরা স্বামী-স্ত্রী দুজনেই বাসার বাইরে ছিলাম। সকালে বাসায় এসে শুনতে পাই ছেলে দুর্ঘটনার শিকার হয়েছে। খবর পেয়ে ঢাকা মেডিকেলে গিয়ে শুনি আমার সোহাগ আর নেই। পরিবার নিয়ে যাত্রাবাড়ীর মানিকনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন জহিরুল ইসলাম। সেখানকার একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত সোহাগ। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রাজধানীর যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, এ ঘটনায় একটা মামলা করেছেন নিহত সোহাগের বাবা। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
Discussion about this post