বিনোদন ডেস্ক: বলিউড জুড়ে রব উঠেছে, এপ্রিলে বিয়ে করছেন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। সব প্রস্তুতি সম্পন্ন। যদিও নির্দিষ্ট কোনো তারিখ প্রকাশ হয়নি। অথচ এই বিয়ের খবর নাকি জানেন না স্বয়ং আলিয়া ভাটের বাবা প্রযোজক-পরিচালক মহেশ ভাটই! সম্প্রতি মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রবীণ এই পরিচালক। সেখানে আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে প্রশ্ন করলে জবাবে মহেশ ভাট বলেন, ‘ওরা বিয়ে করবে জানি। কিন্তু এখন তো কোনো বিয়ে হচ্ছে না। আমি জানি না কবে ওদের বিয়ে।’ আলিয়ার বাবার এই কথাতে অবাক সবাই। মেয়ের বিয়ে অথচ বাবাই জানেন না! ইন্ডাস্ট্রির অন্দরে খবর, বিয়ে সম্পর্কে কথা বলতে চান না বলেই বিষয়টি তিনি অস্বীকার করছেন। এদিকে বৃহস্পতিবার আলিয়া জানিয়েছেন, এ বছরের শেষে বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের। যদিও ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে কযেকদিন ধরেই প্রচার করা হচ্ছে আলিয়া-রণবীরের বিয়ের খবর। সেখানে দাবি করা হচ্ছে, এপ্রিলেই গাঁটছড়া বাঁধছেন জনপ্রিয় এই জুটি। বিয়ের জন্য নাকি তারা শুটিং থেকে ছুটিও নিয়েছেন। এখন দেখার বিষয়, কবে তাদের চার হাত এক হয়।
Discussion about this post