গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের পূবাইলের মিরের বাজার চৌরাস্তা এলাকায় এনা পরিবহনের বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৪৫) নিহত হয়েছেনে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে পুবাইল-টঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সোয়া ৫টার দিকে হেঁটে মিরের বাজার চৌরাস্তা পার হচ্ছিল ওই নারী। সে সময় টঙ্গীগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৫১৫৪) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল সত্যতা নিশ্চিত করে বলেন, রাস্তা পার হওয়ার সময় এনা পরিবহনের একটি বাস চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে। পরে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি। পুবাইল থানার ওসিমহিদুল ইসলাম জানান, লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর বাস ফেলে চালক পালিয়ে গেছে। বাসটি আটক করা হয়েছে।
Discussion about this post