বিনোদন ডেস্ক: বর্তমানে স্পেনে ‘পাঠান’ ছবির শুটিং করছেন বলিউডের বাদশা শাহরুখ খান। রুপালি পর্দা থেকে দীর্ঘ তিন বছরেরও বেইশ সময় ধরে দূরে তিনি। একই সময় নিজের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সংস্থা এবং আইপিএলের টিমের দায়িত্ব সামলেছেন। সদ্য নেটমাধ্যমে ‘পাঠান’ লুকের ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন কিং খান। মাথায় লম্বা চুল, টেনে পনি টেইল করে বাঁধা, এইট প্যাক আ্যাবস, চোখে কালো চশমা, খালি গায়ে নেটমাধ্যমে এমনই একটি ছবি পোস্ট করেছেন ৫৬ বছল বয়সী ‘বুড়ো শাহরুখ। ক্যাপশনে লিখেছেন, ‘পাঠানকে কীভাবে আটকাবেন।’ অ্যাপ আর অ্যাবস সবকিছুই বানাবো…।’ ট্র্যাক প্যান্ট পরে শাহরুখ এই ছবি পোস্ট করতেই নেটমাধ্যমে হু হু করে ভাইরাল। তার ‘পাঠান’ লুক অনেকটা ডনের লুকের কথা মনে করাচ্ছে ভক্তদের। গত বছরেই ‘পাঠান’ ছবির শুটিং শুরু করেছেন বলিউড সুপারস্টার। কিন্তু কোনো এক অজানা কারণে এর আনুষ্ঠানিক ঘোষণা থেকে বিরত ছিল প্রযোজনা সংস্থা। এর পরই যশ রাজ ফিল্মসের তরফ থেকে অনুষ্ঠানিক ঘোষণা আসে। স্পেনে ছবির ১৭ দিনের শুটিং শিডিউল রয়েছে। বর্তমানে সেখানেই রয়েছেন শাহরুখ ও দীপিকা। ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে শেষবার বড় পর্দায় দেখা গেছে শাহরুখ খানকে। বক্স অফিসে তেমন কোনো ব্যবসা করতে পারেনি এই ছবি। এবার ‘পাঠান’ দিয়ে সেই দুঃখ ঘোচাতে চান। এই নিয়ে চার নম্বর ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন দীপিকা আর শাহরুখ। এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ আর ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিগুলো একসঙ্গে দেখা গেছে শাহরুখ-দীপিকা জুটিকে। তিনটিই সুপারহিট এবং ব্যবসাসফল। এবার পালা ‘পাঠান’-এর। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে।
Discussion about this post