আন্তর্জাতিক ডেস্ক: জার্মানি থেকে পাঠানো ১৫০০ স্ট্রেইলা বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ১০০ এমজিথ্রি মেশিনগান ইউক্রেনে পৌঁছেছে। জার্মান প্রেস এজেন্সি দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জানিয়েছিলেন, সরবরাহে বিলম্বের পর যুদ্ধকবলিত ইউক্রেনে স্ট্রেইলা ক্ষেপণাস্ত্রের আরেকটি চালান ইউক্রেনের পথে রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। তারপর ইউক্রেনের পক্ষ থেকে সামরিক সহায়তা কামনা করা হয়। কিন্তু সে আহ্বানে সাড়া দেয়নি জার্মানি। সামরিক সহায়তা প্রেরণ করলে সংঘাত বৃদ্ধির শঙ্কা প্রকাশ করা হয়। শুরুতে সামরিক সহায়তা প্রেরণ থেকে বিরত থাকলেও সে নীতি থেকে সরে এসেছে জার্মানি। এ বিষয়ে আনালেনা বেয়ারবক রয়টার্সকে বলেন,‘বর্তমান পরিস্থিতিতে আমরা সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী দেশগুলোর একটি। এ নিয়ে আমরা গর্বিত নই। কিন্তু ইউক্রেনকে সহায়তা করতে আমাদেরকে অবশ্যই এটা করতে হবে।’ স্ট্রেইলা ক্ষেপণাস্ত্র পূর্ব জার্মানির সেনাবাহিনীর অস্ত্র। কম ওজনের এসব ক্ষেপণাস্ত্র ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এবং কাঁধ থেকেই ছোড়া যায়।
Discussion about this post