আন্তর্জাতিক ডেস্ক: সৌদির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলার করেছে হুতি বিদ্রোহীরা। তবে এ ঘটনায় এখনও প্রাণহানির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। খবর আরব নিউজের। স্থানীয় সময় শুক্রবার (২৫ মার্চ) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, জেদ্দার বুরাইমান এলাকায় সৌদি আরামকোর ডিপো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ সময় দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখায় আর কালো ধোঁয়ায় পুরো জেদ্দা শহরের আকাশ কালো হয়ে যায়। মার্কিন গণমাধ্যম সিএনবিসি জানিয়েছে, ওই হামলার পর ব্রেন্ট ক্রুড ১.২০ ডলার বা ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৯.৯২ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ১.০৪ ডলার বা ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৩.৩৪ ডলারে দাঁড়িয়েছে।
Discussion about this post