স্পোর্টস রিপোর্ট: নারী বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকর বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে ১৩৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। রান তাড়ায় নেমে কাঁপছে অস্ট্রেলিয়া। ৭৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে তারা। সালমা খাতুন নিয়েছেন তিন, উইকেট রুমানা ও নাহিদা পেয়েছেন একটি করে উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে অসিদের সংগ্রহ ৫ উইকেটে ৭৫ রান। এখনও ২৪ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজ লক্ষ্যটা খুব বড় নয়। কিন্তু বাংলাদেশের বোলিং শক্তিটা সবসময়ই ভালো। তাদের ওপর ভর করেই অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ। জেতার পথটা যদিও এখনও অনেক দূরে। তবে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দলকে ভালোই চাপে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল।
Discussion about this post