আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের ডেপুটি কমান্ডার ক্যাপ্টেন ফার্স্ট র্যাঙ্ক আন্দ্রেই পালি যুদ্ধরত ইউক্রেনের মারিউপোল শহরের কাছে লড়াইয়ে নিহত হয়েছেন বলে বেশ কয়েকজন উর্ধ্বতন রুশ কর্মকর্তা জানিয়েছেন। ক্রাইমিয়ার সেবাস্তপোল শহর থেকে নির্বাচিত সেনেটর ইয়েকাতেরিনা আলতাবায়েভা রবিবার প্রথম এ খবর জানিয়েছেন বলে রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে। বিস্তারিত না জানিয়ে এ আইনপ্রণেতা শুধু বলেছেন,“মারিউপোলকে নাৎসিদের থেকে মুক্ত করার লড়াইয়ে ক্যাপ্টেন আন্দ্রেই পালি নিহত হয়েছেন।” সেবাস্তপোল দেশটির কৃষ্ণসাগরীয় নৌবহরের নিজস্ব বন্দর। একইদিন সেবাস্তপোলের গভর্নর মিখাইল রেজভাজায়েভও খবরটি নিশ্চিত করেছেন। উভয় কর্মকর্তাই জানিয়েছেন, তারা ক্যাপ্টেন আন্দ্রেইকে ব্যক্তিগতভাবে চিনতেন। আন্দ্রেইয়ের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তারা। এক টেলিগ্রাম পোস্টে রেজভাজায়েভ বলেছেন, “আন্দ্রেই তার জীবনের কাজ হিসেবে মাতৃভূমিকে রক্ষার বিষয়টি বেছে নিয়েছেন এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য মৃত্যুবরণ করেছেন।”
Discussion about this post