ঢাকা: অনলাইনে আবেদন করা প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর একসঙ্গে স্বীকৃতি ও এমপিও এবং প্রতিবন্ধীদের মৌলিক অধিকার ও শিক্ষার দাবিতে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার সকাল ১০টা থেকে শাহবাগে দিনব্যাপী এ কর্মসূচি শুরু করেন সারা দেশের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য জাহাঙ্গির আলম, মনোয়ার, আ. সামাদ সফি, তরিকুল ইসলাম, ফাহমিদুল হোসাইন, হাফিজুর রহমান, পিএম হোসাইন, সুজাত হোসেন, শেখ সোহেল রানা। সঞ্চালনা করেন চাপা খন্দকার, মো. সাজ্জাদ হোসেন, ইসরাত জাহান ও সোহেল রানা। বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনলাইনে আবেদন করা প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর একসঙ্গে স্বীকৃতি ও এমপিও’র দাবি জানান। পরে ১১ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হল- প্রতিবন্ধীতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয় সমূহের একসঙ্গে স্বীকৃতি ও এমপিও প্রদান, বিদ্যালয় কর্তৃপক্ষের নিয়োগের তারিখ থেকে বেতন-ভাতা প্রদান, সব বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান, সব বিদ্যালয়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে পাঠ্যবই বিতরণ নিশ্চত করা, বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী উপযোগী স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন করা, সব বিদ্যালয়ে চাহিদা অনুযায়ী শিক্ষা উপকরণ শতভাগ নিশ্চিত করা, প্রতিবন্ধী বিদ্যালয়গুলো নিয়মিত মনিটরিং নিশ্চিত করা, শিক্ষক-কর্মচারীদের মান উন্নয়নমূলক ট্রেনিংসহ সংশ্লিষ্ট সব সুযোগ সুবিধা নিশ্চিত করা, শতভাগ বিদ্যালয়ে আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধীবান্ধব ভবন নির্মাণ নিশ্চিত করা, প্রতিবন্ধী বিদ্যালয়ে আধুনিক থেরাপি সরঞ্জাম সরবরাহসহ থেরাপি সেন্টার চালু করা, ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মস্থানসহ আত্ম নির্ভরশীলতার নিশ্চয়তা প্রদান।
Discussion about this post