আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় এবার মৃত্যু হয়েছে ইউক্রেনীয় ব্যালে তারকা আর্টিওম দাকশিলের। জানা গেছে, কিছুদিন আগে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রে গুরুতর আহত হোন আর্টিওম। এরপর বৃহস্পতিবার মৃত্যু হয় ৪৩ বছরের এই শিল্পীর। ইউক্রেনীয় এই ব্যালে তারকা ন্যাশনাল অপেরার সঙ্গে যুক্ত ছিলেন। কয়েকদিন আগে নিজের আবাসনে থাকাকালীন আর্টিওমের বাড়িতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ সেনা। এর আগে কিয়েভে নিজের আবাসনে থাকার সময়ও রাশিয়ার রকেট হামলায় নিহত হন ইউক্রেনের জনপ্রিয় অভিনেতা ওকসানা শভেটস।
Discussion about this post