স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় অতিরিক্ত মদপানের কারণে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম আব্দুল্লাহ আল মুসনুর ওরফে আরমান (৩৬)। তিনি জামালপুর জেলার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন বলে জানা যায়। বুধবার ভোর ৬টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, রাতে নিহত আব্দুল্লাহ আল মুসনুর কাঠগড়া সরকার বাড়ি এলাকায় তার চাচাতো ভাই আবুল কাসেমের বাড়িতে বেড়াতে আসেন। পরে গভীর রাতে অতিরিক্ত মদপানের কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন আব্দুল্লাহ আল মুসনুর সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে এলে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো করে। এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানের কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে বিষয়টি নিশ্চিতভাবে জানা যাবে।
Discussion about this post