ঢাকা: দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বাসায় ফেরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবারও সরকারের কাছে আবেদন করা হয়েছে। একইসঙ্গে তার শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে চিকিৎসা করাতে বিদেশে নেয়ার অনুমতিও চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া আবেদনে। তবে বিষয়টি জানেনা তার দল। তারা শুধুই শুনেছেন। আবেদনের বিষয়টি খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম নিশ্চিত করেছেন। তবে কবে আবেদন করা হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি। চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন। বুধবার সকালে সেলিমা ইসলাম বলেন, ‘মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। খালেদা জিয়া অসুস্থ, তার বিদেশে চিকিৎসা খুবই জরুরি।’ তবে বিষয়টি যেহেতু পুরোপুরি পরিবার দেখভাল করছে সে কারণে বিএনপির কেউ এ নিয়ে কথা বলতে রাজি হননি। বুধবার সকালে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এ বি এম আব্দুস সাত্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা পরিবারের বিষয়, আমার জানা নেই।’ বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি আসলে বিস্তারিত কিছু বলতে পারছি না। বিষয়টি যেহেতু পরিবারের সদস্যরা দেখেন তারা ভালো বলতে পারবেন।’ আপনার মতো আমিও আবেদনের কথা শুনেছি। এ পর্যন্ত ছয় মাস করে চারবার খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ২৪ মার্চ চলতি মেয়াদ শেষ হবে। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সেলিমা ইসলাম বলেন, ‘তার পা ফুলে গেছে। কোমরে ব্যথা, পিঠে ব্যথা আছে। তার এখনও কোনো কিছুই ঠিক হয়নি।’ ‘চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়া খুবই দরকার’ বলে জানান সেলিমা ইসলাম। বলেন, ‘কিন্তু সরকার অনুমতি না দিলে কীভাবে যাবে। সেটাই হচ্ছে কথা।’
Discussion about this post