ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে মহেশপুর উপজেলার জলিলপুর বাজার থেকে তাদেরকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে একটি ট্রাক আটক করা হয় এবং ডাকাতিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের সারঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, সম্প্রাট, শাহ আলম মাতুববর, রাসেল শেখ, মনা ওরফে মুন্না, আলামিন ও মুন্না খান। তাদের বাড়ি ভোলা, বাগেরহাট ও খুলনা ফুলতলা এলাকায়। মহেশপুর থানার ওসি সফিকুল ইসলাম জানান, সোমবার ভোররাতে একদল ডাকাত ট্রাকযোগে মহেশপুর উপজেলার জলিলপুর বাজারে এসে ডাকাতি শুরু করে। সেময় স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। তদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক ও ডাকাতরি সারঞ্জামাদি উদ্ধার করা হয়। তারা সবাইা আন্ত বিভাগীয় ডাকাত দলের সদস্য। ট্রাকযোগ বিভিন্ন এলাকায় গিয়ে ডাকাতি করে থাকে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ঝিনাইদহ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Discussion about this post