স্পোর্ট ডেস্ক: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একদিনের ঝটিকা সফরে ঢাকায় পৌঁছালো আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের ট্রফি। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র অংশ হিসাবে ট্রফিটি ঢাকায় পৌঁছায়। সঙ্গে আসছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের মিডফিল্ডার গিলবার্তো সিলভা। যিনি আর্সেনালের সাবেক খেলোয়াড়। এদিন সকালে পাকিস্তান ও ভারত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ট্রফি বহনকারী চার্টার্ড বিমান। ট্রফিটি গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বিমানবন্দর থেকে কড়া পাহারায় ট্রফি নিয়ে যাওয়া হবে হোটেল র্যাডিসন ব্লু’তে। তবে এবারও পূরণ হচ্ছে না সাধারণ দর্শকদের আশা। বিশ্বকাপের এই ট্রফি উপলক্ষে ২০২২ সালের মতো কনসার্ট বা কোনো প্রদর্শনী হবে না। শুধু কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্দিষ্ট বিজয়ীরাই বিকালে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন। জানা গেছে, জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবং তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন অনুষ্ঠানে থাকতে পারেন। তবে ঘরোয়া লিগের খেলা চলায় নারী বা পুরুষ অন্য ফুটবলারদের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সৌদি আরবের রিয়াদে ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে শুরু হওয়া এবারের ট্রফি বিশ্বের ৭৫টি দেশ ঘুরবে। এ বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ৪৮ দলের বিশাল বিশ্বকাপের আগে এই বিশ্বভ্রমণ। মাত্র একদিনের সফরে ঢাকায় আসা ট্রফিটি আজ রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে উড়াল দেবে। বিশ্বমঞ্চে বাংলাদেশ হয়তো নেই, লাল-সবুজের জার্সি হয়তো এখনই সেখানে দেখা যাবে না; কিন্তু ট্রফিটা হাতের নাগালে পাওয়ার রোমাঞ্চটুকুইবা কম কিসে! ফুটবলকে ভালোবেসে যে জাতি নির্ঘুম রাত কাটায়, তাদের জন্য ট্রফির এক ঝলকই অনেক বড় পাওয়া।
বিশ্বকাপের সাথে ছবি তুলতে মানতে হবে যেসব নির্দেশনা:
নির্দেশনাগুলো হলো- যারা বিশ্বকাপ ট্রফি দেখতে যাবেন, তাদের ৭-১০ ইঞ্চির চেয়ে বড় কোনো ব্যাকপ্যাক বহন নিষিদ্ধ করা হয়েছে। ট্রফি প্রদর্শনের ভেন্যুতে নিষিদ্ধ থাকবে ধূমপান। ক্যাম্পেইনে যারা বিজয়ী হয়েছেন, তারা টিকিট কোনোভাবেই হস্তান্তর করতে পারবেন না। কোনোভাবেই টিকিট ফের ব্যবহার করা যাবে না। দর্শনার্থীরা নিষিদ্ধ কিংবা ধারালো কোনো বস্তু বহন করতে পারবেন না। এছাড়া, এসময় দর্শনার্থীদের নির্দিষ্ট কোনো দেশের পতাকা বহন করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।





















































Discussion about this post