বিনোদন ডেস্ক: ঢাকায় চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ অগ্নিদুর্ঘটনার শিকার হয়েছেন। জানা গেছে, ‘মালিক’ নামে তার একটি নতুন সিনেমা আসছে। অ্যাকশনধর্মী এই সিনেমার শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় হঠাৎ শরীরে আগুন লেগে যায় শুভর। ঘটনাটি ঘটেছে ঢাকা শহরের বাইরে রাজশাহী অঞ্চলে, যেখানে চলছিল গোপনে শুটিং। তবে শুটিংয়ের একটি দৃশ্য ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা সিনেমাটির গোপনীয়তা ভেঙে দিয়েছে।সূত্র অনুযায়ী, সিনেমার শুটিংয়ের সময় অ্যাকশন দৃশ্যে আরিফিন শুভর শরীরের নিচের অংশে আগুন জ্বালানোর কথা ছিল। সবকিছু পরিকল্পনা অনুযাায়ী চলছিল, কিন্তু ক্যামেরা ঘুরতেই ঘটনাটি ভিন্ন দিকে মোড় নেয়। হঠাৎ করেই আগুন শুভর পায়ে লেগে যায় এবং দ্রুত বাড়তে থাকে।পায়ে যখন আগুন লাগে তখন শুভ নিজেই প্রথমে নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুন থামছিল না। তীব্র তাপে তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। এরপর ইউনিটের সদস্যরা এগিয়ে এসে আগুন নেভান। যদিও আগুন নিভে যায়, তবে শুভর পায়ে গুরুতর দগ্ধচিহ্ন রয়ে গেছে।ADVERTISEMENTঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং স্থগিতের সিদ্ধান্ত নিলেও, শুভ নিজেই শুটিং চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেদিনের কাজ সম্পূর্ণ করেন। এরপর পরিস্থিতি খারাপ হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। সন্ধ্যায় আরিফিন শুভ গণমাধ্যমকে জানান, এই অবস্থা নিয়েই শুটিং করছি। কাজটাও তো শেষ করতে হবে। না হলে আমার জন্য পুরো ইউনিট ক্ষতিগ্রস্ত হবে।’ দুর্ঘটনা সম্পর্কে পরিচালক সাইফ চন্দন আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চাননি। তবে শুটিং–সম্পর্কিত একাধিক সূত্র জানিয়েছে, ‘মালিক’ সিনেমার কাজ সময়মতো শেষ করতে শুভ অত্যন্ত দৃঢ় মনোবল দেখিয়েছেন। শুটিং ইউনিটের সদস্যরাও জানিয়েছেন, গুরুতর পায়ে আঘাত পেয়েও শুভ অসাধারণ পরিশ্রম এবং পেশাদারিত্ব প্রদর্শন করেছেন।শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’ ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের। সে হিসেবেই এগোচ্ছে শুটিং। ডিসেম্বরেই বিদেশে হবে একটি আইটেম গানের শুটিং। এরপরই শেষ হবে পুরো কাজ। সিনেমার চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।























































Discussion about this post