ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজ দ্রব্যমূল্য আমাদের শ্বাসরুদ্ধকর অবস্থায় চলে গেছে। আমার মতে টিসিবির পেছনে লাইন দেওয়াটা ভিক্ষাবৃত্তি। জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না মাননীয় প্রধানমন্ত্রী। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ‘মুক্তি কোন পথে, কতদূর? স্বাধীনতা কতটুকু সুরক্ষিত?’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাফরুল্লাহ বলেন, আমরা জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে ঘোষণা দিয়ে বলছি এক কোটি লোককে টিসিবির খাবার দেবো। এইটাও একটা ভুল সিদ্ধান্ত। তার চেয়ে বরং দুই কোটি পরিবারকে রেশন দেওয়ার মাধ্যমে খাবার পৌঁছে দেবো, পরিবর্তনের কথা এইভাবে চিন্তা করতে হবে। তিনি বলেন, আজ বিরোধী দল একটা ন্যায্য আন্দোলন করছে। আপনিও নিশ্চয় দ্রব্য মূল্য কমাতে চান, পারছেন না। এইটা আপনার ব্যর্থতা। সেখানে তাদের আক্রমণ করছেন। এইটা ভুল কাজ। বিএনপির বিভিন্ন আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগের কিছু ক্যাডার বাহিনী মিলিতভাবে বিরোধী দলকে আক্রমণ করছে। এ করে কখনও টিকে থাকা যাবে না। ৭ই মার্চের ভাষণ প্রসঙ্গে প্রবীণ এ রাজনীতিবিদ বলেন, ৭ই মার্চের ভাষণ এক ব্যক্তির ভাষণ নয়। এতে অনেকের অবদান আছে। এই ভাষণে বিশেষ অবদান রেখেছিলেন সিরাজুল আলম খান। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’ এই লাইনের মূল লেখক সিরাজুল আলম খান। স্বাধীনতার যুদ্ধটা এক ব্যক্তি করেন নাই। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। বক্তব্য রাখেন- গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।
Discussion about this post