স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে আবারও রিয়াল মাদ্রিদকে ত্রাতা হয়ে তুললেন কিলিয়ান এমবাপ্পে। মাত্র সাত মিনিটের ব্যবধানে দুর্দান্ত হ্যাটট্রিকসহ চার গোল করে তিনি অলিম্পিয়াকোসের মাঠে রিয়াল মাদ্রিদকে শ্বাসরুদ্ধকর ৪–৩ ব্যবধানে জিতিয়েছেন।গতকাল বুধবার অ্যাথেন্সে ম্যাচের শুরুতেই অলিম্পিয়াকোসকে এগিয়ে দেন চিকিনিয়ো, গোলটি আসে মাত্র আট মিনিটে। তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন এমবাপ্পে।২২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের থ্রু-পাস থেকে সমতায় ফেরানো প্রথম গোলটি করেন এমবাপ্পে। এর দুই মিনিট পর আর্দা গুলেরের ক্রস থেকে দুর্দান্ত হেডে দ্বিতীয় গোলটি হজম করেন গ্রিক দল। ২৯ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার থেকে প্রাপ্ত চমৎকার পাসে ঠাণ্ডা মাথায় তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি সুপারস্টার।বিরতির আগে ভিনিসিয়ুসের একটি গোল ভিএআরে বাতিল হয়, এবং চুয়োমেনির শট ক্রসবারে লেগে ফিরে আসে।দ্বিতীয়ার্ধের শুরুতে মেহদি তারেমি গোল করে অলিম্পিয়াকোসকে আবারও ম্যাচে ফিরিয়ে আনেন। তবে ৬০ মিনিটে এমবাপ্পে সুযোগ বুঝে বক্সের ভিড়ের মধ্যে চতুর্থ গোলটি করেন, ব্যবধান আবারও বাড়িয়ে দেন।শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল স্ত্রেফেজারের ক্রস থেকে আয়ুব এল-কাবির গোল অলিম্পিয়াকোসের জন্য উত্তেজনা ফেরায়। গ্রিক দলটি একবার আরও সমতা ফেরানোর সুযোগ পায়, কিন্তু সফল হয় না। শেষ দিকে তাদের পেনাল্টির দাবিও উপেক্ষিত হয়।এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে অবস্থান করছে।























































Discussion about this post