বিনোদন ডেস্ক: ‘চাঁদের আলো’ খ্যাত বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম আর নেই। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেন তিনি। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো চলচ্চিত্র অঙ্গনে।বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী গভীর শোক প্রকাশ করেছেন এই নির্মাতার মৃত্যুতে। ক্যারিয়ারের শুরুর দিকেই শেখ নজরুল ইসলামের হাত ধরেই বড় পর্দায় পরিচিতি পান তিনি। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত নির্মাতার আলোচিত সিনেমা ‘চাঁদের আলো’ দিয়েই চলচ্চিত্রে অভিষেক হয় ওমর সানীর। এতে তার সহশিল্পী ছিলেন মুক্তি। ছবিটির জনপ্রিয় গান ‘তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো’ আজও দর্শকদের স্মৃতিতে অমলিন।মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘আমার ওস্তাদ না ফেরার দেশে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমার মনে হচ্ছে, আমার বাবা, আমার শ্বশুর, প্রিয়জনদের পর আমার বুকটা আবার খালি হয়ে গেল।’এরপর তিনি আরও লেখেন, ‘শেখ নজরুল ইসলাম একটি ইতিহাস, একটি চলচ্চিত্র। আমার মতো এক অধম ওমর সানীকে তিনি আবিষ্কার করেছিলেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ, ওস্তাদ। সবাই দোয়া করবেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর দুপুরে মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে তাকে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হলেও অবস্থার উন্নতি হয়নি। অবশেষে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।আজ রোববার (২৩ নভেম্বর) নিজ জেলা নাটোরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।























































Discussion about this post