আন্তর্জাতিক ডেস্ক: বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে বের হয়ে যাওয়ার সুযোগ দিতে ইউক্রেনের চারটি শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর একটা থেকে) এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। রাজধানী কিয়েভ, খারকিভ, মারিউপোল এবং সুমি শহরের জন্য এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এই চারটি শহর বর্তমানে সবচেয়ে বেশি রাশিয়ার হামলার শিকার হচ্ছে। এর আগে চলতি সপ্তাহে মারিউপোল শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ৩০ মিনিট পরে পুনরায় গোলাবর্ষণ শুরু করে রুশ বাহিনী। বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় বিশ্বে সমালোচনার মুখে পড়েছে রাশিয়া। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরু করবে বলেও জানিয়েছে। গত ১২ দিনে রুশ সামরিক বাহিনীর হামলায় ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদের মধ্যে অন্তত ২৫টি শিশু রয়েছে।
Discussion about this post