স্পোর্টস ডেস্ক: অ্যাশেজ শুরুর আগে অস্ট্রেলিয়ার অস্থায়ী অধিনায়ক স্টিভ স্মিথ জানালেন, অ্যাশেজ সিরিজকে ঘিরে তিনি ‘ভীষণ উত্তেজিত’। একই সঙ্গে তিনি সতর্ক করে বললেন, ইংল্যান্ডের ‘বাজবল’-এর মতো আক্রমণাত্মক ক্রিকেটের মুখোমুখি হতে হলে অস্ট্রেলিয়াকে ব্যাটিং অর্ডার থেকে শুরু করে বোলিং পরিকল্পনা, সব ক্ষেত্রেই হতে হবে খুবই নমনীয়।স্মিথের মতে, ২০২৩ সালের মতো এবারও ইংল্যান্ড একই ছন্দে খেলতে পারে। তাই পরিস্থিতি বুঝে দ্রুত পরিকল্পনা বদলানোই হবে অস্ট্রেলিয়ার মূল চাবিকাঠি। তিনি বলেন, ‘ম্যাচের গতি কখন কী হওয়া উচিত—ওটা বোঝাই সবচেয়ে জরুরি। ওদের ব্যাটাররা দ্রুত রান তুললে আমাদের একটু রক্ষণাত্মক হতে হবে, আবার সুযোগ আসলে আক্রমণ বাড়াতে হবে।’অস্ট্রেলিয়া দলের ব্যাটিং অর্ডারে বহুমুখিতা আনার চেষ্টা স্পষ্ট। মার্নাস লাবুশেন ফিরে পেয়েছেন তার পছন্দের তিন নম্বর পজিশন। স্মিথ নিজে নেমেছেন চার নম্বরে। আর অলরাউন্ডার ক্যামেরন গ্রিন যিনি সর্বশেষ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলেছিলেন তাকে পাঠানো হচ্ছে ছয় নম্বরে। স্মিথ ব্যাখ্যা করেন,‘গ্রিন এখন বোলিং লোডও সামলাবে। তাই ছয় নম্বরই তার জন্য উপযুক্ত জায়গা। এখন ছয়েই দলের ভারসাম্য ঠিক থাকে।’এছাড়া, নতুন মুখ জেক ওয়েদারাল্ডের ব্যাটিংয়ে বেশ মুগ্ধ হয়েছেন স্মিথ। তাসমানিয়ার এই বাঁহাতি ওপেনারকে নিয়ে তিনি বলেন,‘নেটে তার আত্মবিশ্বাস আর শট নির্বাচন দারুণ লেগেছে। আশা করি, সেটাই সে টেস্টেও আনতে পারবে। উজি (উসমান খাওয়াজা)-র সঙ্গে ভালো জুটি হতে পারে।’প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের অনুপস্থিতিতে নতুন বলের সঙ্গীর বিষয়ে স্মিথ রহস্য রেখে মজা করে বলেন,‘কাল সকালেই দেখা যাবে… বা হয়তো তার পরের সকালেই।’
























































Discussion about this post