ঢাকা: কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে চার দিনের সফরে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকায় আসছেন। বাংলাদেশে তার এ সফরটি প্রথম সরকারি সফর হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনা জোরদারের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।কমনওয়েলথ মহাসচিব ২০ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর ২৪ নভেম্বর সফর শেষে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন।সফরকালে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন শার্লি বচওয়ে। দেখা করার কথা আছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, বিভিন্ন দেশের হাইকমিশনার, রাজনৈতিক দলের নেতা এবং অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে। বৈঠকগুলোতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনায় বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন, এবং জনগণের সমৃদ্ধির আকাঙ্ক্ষা পূরণে জাতীয় অগ্রগতিকে সমর্থন—এ বিষয়গুলো গুরুত্ব পাবে।এ ছাড়া সফরকালে শার্লি বচওয়ে কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা সম্পর্কে অংশীদারদের অবহিত করবেন, যেখানে গণতন্ত্রকে সংস্থাটির তিনটি মূল স্তম্ভের একটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশকে কীভাবে আরও কার্যকরভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে অংশীদারদের মতামতও শুনবেন তিনি।
























































Discussion about this post