স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি ইতিহাস গড়ার পথে মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।শুধু ১০০তম টেস্ট খেলাই নয়! ক্রিকেট ইতিহাসের ১১তম ব্যাটসম্যান হিসেবে একশতম টেস্টে সেঞ্চুরির নজির গড়ার পথে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।আজ মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট ক্রিকেট স্টেডিয়ামে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে মুশফিকের প্রয়োজন ছিল মাত্র ১ রান। তখন প্রতিপক্ষ আয়ারল্যান্ড আলো স্বল্পতার অজুহাত দেখিয়ে খেলা শেষ করার জন্য আম্পায়ারদের জানালে দিনের খেলা সমাপ্ত করা হয়।১৮৭ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৯৯ রান করে অপরাজিত আছেন মুশফিক। ৮৬ বলে দুই বাউন্ডারিতে ৪৭ রানে অপরাজিত আছেন লিটন কুমার দাস। ঢাকা টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রান। ১২৮ বলে ১টি বাউন্ডারির সাহায্যে ৬৩ রান করে ফিরেছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ। মুশফিকুর রহিম আর মাত্র ১ রানের অপেক্ষায় আছেন। আগামীকাল বৃহস্পতিবার আর মাত্র ১ রান করতে পারলেই টেস্ট ক্রিকেটে ১৩তম সেঞ্চুরির দেখা পাবেন। তখন আন্তর্জাতিক ক্রিকেটে তার ২২তম সেঞ্চুরি হবে। ওয়ানডেতে তিনি ৯টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।এদিন সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ম্যাকব্রাইনের শিকার হয়ে ৩৫ রানে ফেরেন সাদমান।এরপর ৩৪ রান করে সাজঘরের পথ দেখেন মাহমুদুল হাসান জয়। অধিনায়ক শান্তকে (৮) অল্পতেই পরাস্ত করেন ম্যাকব্রাইন। এরপর ইনিংসের চতুর্থ শিকারও তুলে নেন ম্যাকব্রাইন। আইরিশদের বাকিরা পাননি সাফল্য।
























































Discussion about this post