আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর রানওয়ে থেকে ছিটকে যাওয়ার পর মন্ত্রীবাহী একটি বিমানে আগুন ধরে যায়। ভাগ্যক্রমে কঙ্গোর খনিমন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা এবং তার প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা দুর্ঘটনা থেকে বেঁচে যান।সোমবার (১৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনার কথা জানান একজন কর্মকর্তা। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান দেশটির খনিমন্ত্রী লুই ওয়াতুম কাবাম্বা ও তার সহযাত্রীরা। খবর আনাদোলু এজেন্সিরঘটনার পর বিমানবন্দরে সংবাদমাধ্যমকে মন্ত্রীর যোগাযোগ উপদেষ্টা আইজ্যাক নেইম্বো বলেন, রাজধানী কিনশাসা থেকে উড়ে আসা বিমানটি লুয়ালাবা প্রদেশের কোলওয়েজি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। কিছুক্ষণ পরে, বিমানটিতে আগুন ধরে যায়।নেইম্বো বলেন, আগুন লাগার আগে বিমানটি থেকে প্রায় ২০ জন যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছিল, তবে লাগেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।মূলত গত শনিবার কোলওয়েজির কালন্ডো খনিতে দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়। আর সেই পরিস্থিতি মূল্যায়ন করতে কোলওয়েজি যাচ্ছিলেন মন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা। আর তখনই বিমান অবতরণের সময় বিমানে আগুনের এ দুর্ঘটনা ঘটে।
























































Discussion about this post