স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বার্সেলোনায় সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ফুটবল দুনিয়ায় যে জল্পনা চলছিল, সেই প্রসঙ্গে মুখ খুললেন ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা। বৃহস্পতিবার এক বই উন্মোচন অনুষ্ঠানে লাপোর্তা নিশ্চিত করেছেন, অবসরের পর মেসির জন্য বার্সেলোনার দরজা সব সময় খোলা থাকবে।গত সপ্তাহে স্পটিফাই ক্যাম্প ন্যু পরিদর্শনের পরই মেসির বার্সায় ফেরা নিয়ে জোর আলোচনা শুরু হয়। ৩৮ বছর বয়সী মেসি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন।লাপোর্তা বলেন, “আমি নিশ্চিত, মেসি বার্সেলোনার সঙ্গে যুক্ত থাকবেই। ইন্টার মায়ামিতে তার পেশাদার ক্যারিয়ার শেষ হলে তিনি কী করবেন জানি না, তবে তিনি জানেন—বার্সেলোনার দরজা তার জন্য সবসময় খোলা। আমরা তার প্রতি সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা রাখি।”বার্সেলোনার ইতিহাসে মেসির অবদানকে শ্রদ্ধা জানাতে একটি বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছেন লাপোর্তা। তিনি জানিয়েছেন, ক্লাবের ইতিহাসে যেভাবে ইয়োহান ক্রুইফ ও লাসলো কুবালার মতো কিংবদন্তিদের ভাস্কর্য স্থাপন করা হয়েছে, সেভাবেই মেসির জন্যও একটি বিশেষ ভাস্কর্য তৈরি করা হবে।লাপোর্তা বলেন, “পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সবসময়ই আলোচনা হয় যে মেসির জন্য আরও কিছু করা উচিত। তিনি আমাদের ইতিহাসের এমন এক প্রতীক, যাকে সবাই মনে রাখবে।”লাপোর্তা আরও জানান, ভাস্কর্যের নকশা অনুমোদন এবং মেসির পরিবারের সম্মতি—সবকিছু নিয়েই প্রক্রিয়া চলছে। তিনি আশা প্রকাশ করেন, “সময় উপযুক্ত হলে এবং নকশা ঠিক হলে আমরা পরিবারের সঙ্গে কথা বলব। আমার মনে হয় সব বার্সেলোনার ভক্ত লিও মেসির একটি মূর্তি দেখতে পছন্দ করবে যেখানে বার্সেলোনার ইতিহাসের মহান ব্যক্তিত্বরা আছেন।”
























































Discussion about this post