স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ কোয়ালিফায়ারে আগামী ১৮ নভেম্বর শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সঠিক কম্বিনেশন ও কৌশল যাচাই করতে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে জামাল ভূঁইয়ার দল।ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। পাশাপাশি আই স্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মেও খেলাটি দেখা যাবে।এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে টানা দুই হার ও অ্যাওয়ে দুই ম্যাচে ড্রয়ের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ। এখন লক্ষ্য বাকি দুই ম্যাচে—ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে—আত্মবিশ্বাস ফিরে পাওয়া এবং দলের ভারসাম্য খুঁজে বের করা।ইনজুরির কারণে মিডফিল্ডার শেখ মোরসালিনের মাঠে নামা অনিশ্চিত, আর ফাহামেদুল ইসলাম নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না। ফলে গত মাসে হংকংয়ের বিপক্ষে ১-১ ড্র করা ম্যাচের একাদশে একাধিক পরিবর্তন আনতে পারেন কোচ হাভিয়ের কাবরেরা। শেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ে নেপালের বিপক্ষে অপরাজিত রয়েছে বাংলাদেশ। তবে সর্বশেষ জয় এসেছিল অনেক আগে—২০০০ সালে, এই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই ২–০ ব্যবধানে।উল্লেখ্য, দুই দলের শেষ দেখা হয়েছিল গত সেপ্টেম্বরে কাঠমান্ডুতে, যেখানে ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।























































Discussion about this post