ঢাকা: যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী জেনি চ্যাপম্যান বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে দুই দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তিনি ঢাকায় অবতরণ করেন। এই সফরের প্রধান লক্ষ্য হলো যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় করা।সফরকালে ব্রিটিশ মন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তাদের আলোচনায় অভিবাসন, মানবিক সহায়তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি-সহ দুই দেশের যৌথ অগ্রাধিকারমূলক বিষয়গুলো স্থান পাবে।এছাড়াও, জেনি চ্যাপম্যান বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী বিশেষ করে নারী ও কন্যাশিশুদের সমর্থনে কক্সবাজারে যুক্তরাজ্য-সমর্থিত বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করবেন।এই সফরের কর্মসূচিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎও অন্তর্ভুক্ত রয়েছে। কক্সবাজার সফরের পাশাপাশি যুক্তরাজ্য-বাংলাদেশ সহযোগিতার ওপর একটি গোলটেবিল আলোচনাতেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
























































Discussion about this post