রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকার ৮টা থেকে শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন, পাঁচজন করোনার উপসর্গ নিয়ে এবং করোনা পরবর্তী জটিলতায় অপর দুজন মারা গেছেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে সময় সংবাদকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত আটজনের মধ্যে রাজশাহীর চারজন এবং নাটোর, পাবনা, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন। রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন করে ২৮ জন ভর্তি হয়েছেন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন। শুক্রবার সকাল পর্যন্ত এই ইউনিটে রোগী ভর্তি আছেন ১৫৯ জন। যাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১২ জন। এছাড়া কোভিড পরবর্তী বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন। কোভিড ইউনিটে চিকিৎসাধীনদের মধ্যে ৫২ জনের করোনাভাইরাস পজেটিভ। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৪ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার শনাক্তের হার ১০ দশমিক ৮৩ শতাংশ। এর আগের দিন বুধবার যা ছিল ১০ দশমিক ৬৭ শতাংশ।এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে গতকালের তুলনায় করোনায় সংক্রমণ বেড়েছে ও মৃতের সংখ্যা কিছুটা কমেছে। এ সময় মারা গেছেন আরও ৯ হাজার ৩৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ এক হাজার ৯৮৫ জন।এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪৬ লাখ ১৯ হাজার ৮৪৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৪৫৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৫ লাখ ৮৪ হাজার ২১ জন। এর আগে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় গত দিনগুলোর চেয়ে বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছিল। সে সময় মারা গিয়েছিলেন ৯ হাজার ৭০৮ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার ২৪২ জন।
Discussion about this post