আন্তর্জাতিক ডেস্ক: প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে জোরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার তিন দিন পরই বর্ণবাদী মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিল। অ্যালাবামা অঙ্গরাজ্যের এই সিনেটর দাবি করেছেন, ২০২৯ সালের মধ্যেই নিউইয়র্ক সিটি “ইসলামি ভূখণ্ডে” পরিণত হবে।‘স্টিভ ব্যাননের ওয়ার রুম’ নামের একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে টিউবারভিল বলেন, নিউইয়র্কে কী ঘটল, আমরা সবাই দেখেছি। আমরা নিউইয়র্ককে হারিয়েছি। তিন থেকে চার বছরের মধ্যেই শহরটি পুরোপুরি মুসলিম হয়ে যাবে। তারা এটাই চায়।নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোরান মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সহজেই পরাজিত করেছেন। তার এই জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শহরকে সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি।নিউইয়র্ক ডেইলি নিউজ জানায়, সিনেটর টিউবারভিলের মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে, তিনি বিশ্বাস করেন নিউইয়র্ক সিটিতে মুসলিমদের জন্য বিশেষভাবে সুযোগ-সুবিধা দেওয়া হবে। বর্তমানে শহরটির মোট জনসংখ্যার প্রায় ৯ শতাংশ মুসলিম।৭১ বছর বয়সী এই রক্ষণশীল রাজনীতিক আরও বলেন, তারা (মুসলিমরা) সেখানে সবকিছু বিনা মূল্যে পাবে এবং সেখান থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়বে।উল্লেখ্য, টমি টিউবারভিল ২০২১ সালে মার্কিন সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাজনীতিতে প্রবেশের আগে তিনি অবার্ন ইউনিভার্সিটির ফুটবল দলের কোচ হিসেবে অ্যালাবামায় ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।
























































Discussion about this post