বিনোদন ডেস্ক: মালয়েশিয়ায় ১০ দিনের বিশেষ সফরে জন্মদিন উদযাপন শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। দেশে ফিরেই বুধবার (৫ নভেম্বর) রাজধানীর নোঙর রেস্টুরেন্টে সেলিব্রেটি ও সাংবাদিকদের জন্য এক বিশেষ মিলনমেলার আয়োজন করেন তিনি। এই আয়োজন থেকেই পরীমণি তার অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’-এর আসন্ন মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ‘ডোডোর গল্প’, যা পরীমণির কাছে শুধু একটি সিনেমা নয়, বরং জীবনের এক আবেগঘন অধ্যায়। সিনেমার প্রচারণার শুরুতেই পরীমণি যেন ফিরে এসেছেন তার পুরোনো উজ্জ্বল ছন্দে।অভিনেত্রী জানান, ইনবক্সে সবাই ‘ডোডোর গল্প’ মুক্তির খবর পাঠাচ্ছেন, যা তার জন্য খুবই এক্সাইটিং।তিনি বলেন, প্রমোশনটার স্টার্ট হয়ে গেছে, আর সেটা আপনাদের (সাংবাদিকদের) হাত ধরে—এটাই সবচেয়ে আনন্দের। পরীমণি জানান, এই সিনেমায় টিনেজ থেকে পঞ্চাশোর্ধ্ব বয়স পর্যন্ত একটি দীর্ঘ সময়ের জার্নি দেখানো হয়েছে।বয়সের ভিন্ন ভিন্ন পর্যায়ে চরিত্র ফুটিয়ে তোলার জন্য লুক এবং আবেগের সূক্ষ্ম প্রকাশে তিনি নিজেকে সম্পূর্ণভাবে ঢেলে দিয়েছেন।তিনি বিশেষভাবে বলেন, এই লুকটা দেখার জন্য আমি এক্সাইটেড—বিশেষ করে সিনেমার এন্ড পার্টের জন্য।সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটির শুটিং দুই বছর আগে শেষ হলেও এর মুক্তি নিয়ে দীর্ঘ অপেক্ষা ছিল। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘ডোডোর গল্প’ শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে। তবে সংবাদ সম্মেলনের একপর্যায়ে পরীমণি মজা করে বলেন, প্লিজ আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না, আমি অনেক কিছু বলে দেব।
























































Discussion about this post