স্পোর্টস ডেস্ক: সম্প্রতি বিশ্বকাপ জয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘না, এটা কোনো স্বপ্ন নয়।’বিশ্বকাপ জয়ে ইতিহাসের সেরা হওয়া যায় না জানিয়ে তিনি আরও বলেন, ‘এটা দিয়ে কী নির্ধারিত হয়? আমি ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন কি না? কোনো একটা প্রতিযোগিতা জিতেই? ছয় কিংবা সাতটা ম্যাচ খেলেই! এটা কি ন্যায্য ব্যাপার?’তবে এবার ঠিক উল্টো বক্তব্যই রাখলেন লিওনেল মেসি। তিনি জানিয়েছেন, বিশ্বকাপ জয় তার ক্যারিয়ারকে পূর্ণতা এনে দিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে মায়ামির মেয়র ফ্রানিস সুয়ারেজকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘যখন আমি বিশ্বকাপ জিতলাম, তখন আমার সন্তানদের জন্মের সময় যেমন অনুভূতি হয়েছিল, ঠিক তেমনই অনুভূতি হয়েছিল।’ ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি এসময় আরও বলেন, ‘এটা এমন এক অনুভূতি যা সহজে বুঝাতে পারবো না। আর যাই বলি না কেন, সেটাও কম হয়ে যাবে।’বিশ্বকাপ জয়ের প্রসঙ্গে মেসি আরও বলেন, ‘বিশ্বকাপ জয়ই চূড়ান্ত অর্জন। বিশ্বকাপের পর আপনার চাওয়া-পাওয়ার আর কিছু থাকতে পারে না। সেই মুহূর্তের অনুভূতিগুলো ব্যাখ্যা করা কঠিন। ব্যক্তিগতভাবে আমার পরিবার, সতীর্থদের জন্য এবং দেশের জন্য সেই শিরোপার অর্থ কী ছিল, তা বর্ণনা করার জন্য শব্দ খুঁজে পাওয়া কঠিন।’বিশ্বকাপ জয়ের পর স্মৃতিগুলো মনে করে মেসি আরও বলছিলেন, ‘এটা বিশেষ ছিল (বিশ্বকাপ জয়)। আমি ইতোমধ্যেই ক্লাব পর্যায়ে ব্যক্তিগতভাবে সবকিছু অর্জন করার জন্য যথেষ্ট ভাগ্যবান ছিলাম। এটাই একমাত্র অপূর্ণতা ছিল। আর এটাই আমার ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছে।’
























































Discussion about this post