বিনোদন ডেস্ক: অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেছে অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস অ্যাপোনিয়া। আজ বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলাটি দায়ের করেন প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।মামলার অভিযোগে বলা হয়েছে, অ্যাপোনিয়া থেকে একটি শাড়ি নিয়ে তানজিন তিশা সেটির প্রচারণা করার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তা পালন করেননি। শুধু তাই নয়, তিনি শাড়িটির মূল্য—২৮ হাজার ৮০০ টাকা—পরিশোধও করেননি এবং প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।এর আগে গত ২২ অক্টোবর তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠায় অ্যাপোনিয়া কর্তৃপক্ষ। নোটিশে ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্ণধার ঝিনুককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা “মিথ্যাচারের” জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিশা নোটিশের জবাব দেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে নিজের এক ফেসবুক পোস্টে তিশা দাবি করেন, অ্যাপোনিয়া তাকে শাড়িটি উপহার হিসেবে দিয়েছিল।মামলায় তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানানো হলে ম্যাজিস্ট্রেট জুয়েল রানা অভিযোগটি আমলে নিয়ে ডিবি (গোয়েন্দা পুলিশ)-কে তদন্তের নির্দেশ দেন।এই মামলার মধ্য দিয়ে জনপ্রিয় এই টেলিভিশন অভিনেত্রীর বিরুদ্ধে প্রথমবারের মতো আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শুরু হলো।
























































Discussion about this post