স্পোর্টস ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দারুণ সূচনা করেও ৩০০ রান ছুঁতে পারল না ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রান তুলে ইনিংস শেষ করেছে দলটি। নারী বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি।রোববার (২ নভেম্বর) টসে হেরে ব্যাটিংয়ে নেমে স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা এনে দেন শক্ত ভিত। দুই ওপেনারের উদ্বোধনী জুটিতে আসে ১০৪ রান। স্মৃতি ফিফটি থেকে ৫ রান দূরে থেকে আউট হলেও, শেফালি খেলেছেন দারুণ ৮৭ রানের ইনিংস। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ।ইনিংসের শেষ দিকে দীপ্তি শর্মা ৫৮ রান করে রানআউট হন শেষ বলে।এখন ২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাট করতে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। এর আগে কখনোই এত বড় রান তাড়া করে জিততে পারেনি দলটি।
























































Discussion about this post