স্পোর্টস ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপের পর্দা নামছে আগামীকাল। ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। যে দলই জিতুক, তারা প্রথমবারের মতো নারী ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করবে। এবারের আসর শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, প্রাইজমানির দিক থেকেও রেকর্ড গড়েছে।আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সমান পারিশ্রমিক উদ্যোগের অংশ হিসেবে এবার নারী বিশ্বকাপে পুরস্কারের অর্থ চারগুণ বাড়িয়েছে। মোট প্রাইজমানি প্রায় ১৪০ কোটি টাকা, যা ২০২২ সালের নিউজিল্যান্ড বিশ্বকাপের তুলনায় অনেক বেশি এবং এমনকি ২০২৩ সালের পুরুষদের বিশ্বকাপের মোট পুরস্কার অর্থকেও ছাড়িয়ে গেছে।চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৪৯ কোটি টাকা, আর রানার্স-আপ দল পাবে ২৪ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রাপ্য প্রায় ১২ কোটি টাকা করে। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে প্রায় ৭ কোটি টাকা করে।বাংলাদেশ নারী দল এবারের আসরে সাত ম্যাচে এক জয়ে সপ্তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয়টি আসে নিগার সুলতানা জ্যোতিদের ব্যাটে। সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলকে নির্ধারিত করা হয়েছে প্রায় ৩ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা করে। এছাড়া, অংশগ্রহণ বোনাস হিসেবে প্রতিটি দল পাবে ২ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা এবং প্রতিটি জয়ের জন্য রয়েছে ৩৫ লাখ টাকা বোনাস। সব মিলিয়ে বাংলাদেশ দল পাচ্ছে মোট প্রায় ৬ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা।এবারের টুর্নামেন্টে ভারত ও শ্রীলঙ্কার পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে ম্যাচগুলো। সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে ভারত, আর ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা।
























































Discussion about this post