বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর থেকেই কাজের ব্যস্ততায় সময় কাটাচ্ছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি তিনি অংশ নিয়েছেন একাধিক ফটোশুটে। ২৩ অক্টোবর ‘ফিটব্যাক রিসেট’-এর তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন প্রধান অতিথি হিসেবেও।এরই মধ্যে ফারিয়া জানালেন, নতুন একটি সিনেমার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে আপাতত ছবিটির নাম বা পরিচালকের নাম প্রকাশ করতে চাননি। জানা গেছে, ছবিটি প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া।প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন, এটি হবে একটি ডার্ক থ্রিলার ঘরানার সিনেমা।তিনি বলেন, ‘ফারিয়াসহ বেশ কয়েকজন শিল্পীকে আমরা চূড়ান্ত করেছি। খুব শিগগিরই শুটিং শুরু হবে। তার আগে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’
























































Discussion about this post