ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে স্বৈরাচারের প্রেতাত্মারা তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।আজ রোববার (২৫ অক্টোবর) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশনা পরিষদ নেতৃবৃন্দ-কে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানানো এসব কথা বলেন তিনি।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ২০২৬ এর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমকে সফল করতে হবে।দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনতা তৈরি করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানান জয়নুল আবদীন ফারুক।
























































Discussion about this post