স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ দলে যোগ-বিয়োগ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন প্রথম দুই ম্যাচের দলে নেই। এই সিদ্ধান্ত বিস্ময়ের জন্ম দিয়েছে বেস। কারণ, আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টিতে বল হাতে দারুণ পারফরম্যান্স ছিল তার। আবুধাবিতে সিরিজের তৃতীয় ম্যাচে সাইফউদ্দিন তিন ওভারে ১৫ রান দিয়ে নিয়েছিলেন তিন উইকেট। আফগানদের হোয়াইটওয়াশ করতে ভূমিকা রাখেন তিনিও। সাইফউদ্দিনের বাদ পড়া নিয়ে কাল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, ‘এটা ১৫ জনের স্কোয়াড। বিশ্বকাপেও ১৫ জন যাবে। এখন থেকে আমরা সেই কম্বিনেশন তৈরি করছি। স্কোয়াডে চারজন পেসার রাখতে গেলে কাউকে না কাউকে বাদ দিতেই হতো। সাইফউদ্দিন আপাতত প্রথম দুই ম্যাচে নেই, তবে পরের দিকে থাকতে পারে।’ তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার পেছনে অন্য পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। তৃতীয় টি-টোয়েন্টিতে তার দলে থাকার সম্ভাবনা রয়েছে। তাই দলের সঙ্গে থেকে তিনি প্রস্তুতি নিচ্ছেন। এদিকে আজ শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লংগার ভার্সনের খেলা। সাইফউদ্দিন এনসিএলে খেলা শুরু করলে আবার জাতীয় দলে ঢুকে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হতে পারে। এসব পরিকল্পনা থেকেই তাকে দলে রাখা হয়েছে। আগামী বছর বিশ্বকাপের প্রস্তুতির বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। আগেরদিন লিটনসহ বেশ কয়েকজন ক্রিকেটার চট্টগ্রামে পৌঁছেন। বাকিরা গেছেন কাল।
























































Discussion about this post