আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত ১৭ জন জ্যেষ্ঠ সামরিক বিজ্ঞানী-এর পরিচয় ও ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে বলে দাবি করেছে ‘হান্দালা’ নামে একটি হ্যাকার গ্রুপ। ইরানি সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।হ্যাকার গ্রুপটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘটনাকে ‘নজিরবিহীন ফাঁস’ হিসেবে উল্লেখ করেছে। হান্দালা দাবি করেছে, ফাঁস হওয়া পুরুষ ও নারী উভয় বিজ্ঞানীই ‘ইহুদিবাদী শাসনের যুদ্ধযন্ত্রের মূল স্থপতি’।হান্দালা জানায়, “আজ আমরা প্রথমবারের মতো ১৭ জন জ্যেষ্ঠ সামরিক বিজ্ঞানীর অত্যন্ত গোপনীয় ব্যক্তিগত তথ্য প্রকাশ করছি। তারা ধ্বংসের স্থপতি, সেসব অস্ত্রের নকশাকার, যেগুলো অসংখ্য নিরীহ মানুষের মৃত্যু ও কষ্টের কারণ।”তবে এই দাবি সম্পর্কে ইসরাইলের কোনো সরকারি কর্তৃপক্ষ এখনো মন্তব্য করেনি। ফাঁস হওয়া তথ্যের সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
Discussion about this post