ঢাকা: সংসদ ভবন এলাকায় ঢুকে পড়া জুলাই যোদ্ধাদেরকে ধাওয়া দিয়ে এলাকা থেকে সরিয়ে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আন্দোলনকারীরা কিছুটা পিছু হটে গেলেও, তারা দূর থেকে আবারও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
Discussion about this post