বিশেষ প্রতিনিধি: গতকাল ১৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুর ২:৩০ মি: হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ এর আয়োজনে কর্মশালা অনুষ্টিত হয়। সেসেমি ওয়ার্কশপ মৌলভীবাজারএর পরিচালক জনাব মো: জিল্লুর রহমান এর পরিচালবায় ও বাংলাদেশের জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের কান্টি ডিরেক্টর জনাব তালাত মাহমুদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলার তিনটি উপজেলা রাজনগর, কুলাউড়া ও মৌলভীবাজার সদর থেকে আগত ৭৫টি কিন্ডারগার্টেন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ এর উপস্থিতিতে এক ব্যতিক্রমি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব আয়শা সুলতানা নাসরীন। বিশেষ অতিথি মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সফিউল আলম। রাজনগর, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার জনাব শরীফ নেয়ামত উল্লাহ। মৌলভীবাজার সদর উপজেলা শিক্ষা অফিসার জনাব রাশেদা আক্তার। কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ ইফতেখার হোসেন ভূঁঞা স্বাগত বক্তব্য রাখেন সেসেমি ওয়ার্কশপ বাংলাদেশের পক্ষ থেকে সেসেমি ওয়ার্কশপ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব তালাত মাহমুদ । প্রকল্প পরিচিতি ও প্রেজেন্টেশন শেয়ারিং বিষয়ক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করবেন জনাব অপূর্ব শিকদার। অংশগ্রহণকারী শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের মূল্যবান মতামত। মৌলভীবাজার সদর উপজেলা থেকে মো: মোস্তাফিজুর রহমান বকুল, দেওয়ান মশিউর রেজা চৌধুরী, কেয়া রাণী ধর, মাহমুদা আক্তার। কুলাউড়া উপজেলা থেকে বাবুল আহমদ,সুজিত দেব, ববিডিউ, ঝুমা রাণী নাথ। রাজনগর উপজেলা থেকে। আবু তাহের, সুরাইয়া সুনিয়া, নিলা চক্রবর্তী অংশগ্রহণ করেন। সার্টিফিকেট শিক্ষকবৃন্দের হাতে তুলে দেওয়া হয়। সার্টিফিকেটের সাথে প্রত্যেক স্কুল ক্লাসরুমে ব্যবহারের জন্য ৪টি করে বড়ো পোস্টার। আর প্রতিটি স্কুলের জন্য রয়েছে ৫০ কপি করে অভিভাবক সভার বুকলেট দেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থল ত্যাগ করার পূর্বে এই উপকরণগুলো সাথে দেওয়া হয়। পরিশেষে অনুষ্টানের সভাপতি মহোদয় তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করবেন এবং সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।
























































Discussion about this post