ঢাকা: বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত ২০ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য মার্কিন বাণিজ্য দপ্তরের একটি প্রতিনিধিদল আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ঢাকায় আসছে। তিন দিনের এই সফরে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।কূটনৈতিক সূত্র অনুযায়ী, উভয় পক্ষের মধ্যে পাল্টা শুল্কের হার চূড়ান্ত হলেও এখনো কোনো চুক্তি হয়নি। এই সফরে মূলত চুক্তির খসড়া চূড়ান্ত করার জন্য আলোচনা হবে। আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে রুলস অব অরিজিন, কৃষিপণ্যের ক্ষেত্রে জিএম ফুড, এবং কোন কোন মার্কিন পণ্যে শুল্ক ছাড় দেওয়া হবে তার তালিকা।সফরের সময়সূচি অনুসারে, মার্কিন প্রতিনিধিদলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করবে। এছাড়াও, তারা বাংলাদেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গেও বৈঠক করবে।উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ২ এপ্রিল ৭০টি দেশের পণ্যের ওপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। প্রথমে বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হলেও পরে তা কমিয়ে ৩৫ শতাংশ করা হয়। বর্তমানে বাংলাদেশ গড়ে ১৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে। নতুন ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ফলে মোট শুল্কহার ৩৫ শতাংশে দাঁড়িয়েছে।
Discussion about this post