নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদে মর্মান্তিক নৌ দুর্ঘটনায় তিন শিশুসহ ৪ জন নিখোঁজ রয়েছে। শনিবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চরপাড়া গ্রামের উত্তর পাশে ধনুনদে বিয়ের বর যাত্রীবাহী নিয়ে আসা স্পিডবোর্ডে ঘুরতে বের হয় ১৫/১৬ জন। এসময় হঠাৎ একটি মাছ ধরার নৌকার সাথে সংঘর্ষ হয়। এতে বোর্ডে থাকা চারজন নদীতে পড়ে নিখোঁজ হয়।নিখোঁজরা হলেন- খালিয়াজুরীর গাজীপুর ইউনিয়নের পাছাট গ্রামের স্বপন মিয়া মেয়ে শিশু মোছা. লাইলা (৭), তোফায়েল মিয়ার মেয়ে শিশু ঊষা মনি, সামছু মিয়ার মেয়ে শিশু মোছা. সামিয়া (১১), ও নবাব মিয়ার মেয়ে মোছা. শিরিন আক্তার ১৮।এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন তারা হলেন— মোছা. রোজিনা (৩০), মো. ছত্তর (৬০), জহিরুল ইসলাম (১৮)। তারা সবাই-পাঁচহাট চরপাড়া গ্রামের বাসিন্দা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।নিখোঁজদের উদ্ধারের স্থানীয়রা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। সকাল থেকে উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছেন ওসি মকবুল হোসেন
Discussion about this post