ঢাকা : তৌহিদি জনতার নামে দেশে বিশৃঙ্খলা হচ্ছে এবং এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আজ আমরা নিজেরা দ্বিধাবিভক্ত। আমরা কারো মাজার ভাঙছি। কোনো লাশ পুড়িয়ে দিচ্ছি। এগুলো তো রাসুলের (সা.) শিক্ষা নয়।’আজ শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।রিজভী অভিযোগ করেন, নানা ফতুয়া দিয়ে দেশে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করতে যেমন চক্রান্ত করছিল, আবারো সেই রকম ষড়যন্ত্র হচ্ছে কীনা তা অন্তর্বর্তীকালীন সরকারকে খুঁজে বের করার আহবান জানান তিনি। ভেতর থেকে ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে হঠাৎ এমন নৈরাজ্য কেন করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজ আমরা গণতন্ত্রের চেতনাই বলি, আমরা রাষ্ট্রীয় চেতনাই বলি– পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছেন আরবের সেই মহামানব। আমরা সেখান থেকে শিক্ষা না নিয়ে আমরা নিজেদের যে ধর্ম, নিজেদের যে ইসলাম, সেটাকেই আমরা কত ফেরকা, কত ফিতা, কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করছি। অথচ ঐক্যের প্রতীকই ছিলেন আমাদের মহানবী।মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু। এতে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।
Discussion about this post