বিনোদন ডেস্ক: চিত্র নায়িকা অপু বিশ্বাস। নানা কারণে সবসময় আলোচনায় থাকেন তিনি। এবারও আলোচনায় এসেছেন বিএনপির একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলছে নান চর্চা।অপু বিশ্বাস বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সিনেমায় কাজের পাশাপাশি রাজনীতিতেও সরব ছিলেন। পেয়েছিলেন সরকারি অনুদানের সিনেমাসহ নানা সুবিধা। এমনকি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরমও কিনেছিলেন তিনি। সরব ছিলেন বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায়।অথচ গত ৫ আগস্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের বোল পাল্টাতে শুরু করেন অপু বিশ্বাস। জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামিও এই নায়িকা।আওয়ামী লীগের রাজনীতিতে সরব সেই অপু বিশ্বাসকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় বিএনপির একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা গেছে। এ কারণে স্যোশাল মিডিয়ায় তৈরি হয়েছে সমালোচনার ঝড়। অনেকেই তাকে সুবিধাবাদী হিসেবেও আখ্যা দিয়েছেন।কথা বলতে ছাড়েননি চিত্রনায়িকা পরীমণি। রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। সরাসরি অপু বিশ্বাসের নাম না নিলেও কারও বোঝার বাকি নেই কার দিকে তীর ছুঁড়েছেন পরীমণি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) অপু বিশ্বাসের প্রসঙ্গ টেনে পরীমণি ফেসবুকে লেখেন, আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।তিনি আরও লেখেন, পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।পোস্টের আধাঘণ্টায় রিয়েকশন এসেছে ৪০ হাজারের বেশি। আর মন্তব্য প্রায় ৮ হাজার। যেখানে পরীমণির দেওয়া পোস্টে অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন।
Discussion about this post