স্পোর্টস ডেস্ক: আগামী ৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কায় বসবে নারীদের বিশ্বকাপের (ওয়ানডে) আসর। টুর্নামেন্টের জন্য গত ৪ সেপ্টেম্বর থেকে চার দিনের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকেটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০০ ভারতীয় রুপি বা ১.১৪ মার্কিন ডলার। যা আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টের ইতিহাসের সর্বনিম্ন টিকিট মূল্য।এর আগে ২০২২ সালের নারীদের বিশ্বকাপে শিশুদের টিকিটের দাম ধরা হয়েছিল ৭ নিউজিল্যান্ড ডলার বা প্রায় ৪.৪৫ মার্কিন ডলার। প্রাপ্ত বয়স্কদের জন্য সর্বনিম্ন টিকিট মূল্য ছিল ১৭ নিউজিল্যান্ড ডলার বা ১০ মার্কিন ডলার। ওই হিসেবে এবার সাড়ে আটগুন কম দামে টিকিট বিক্রি করছে আয়োজন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।নারীদের ১৩তম (ওয়ানডে) বিশ্বকাপে অংশ নিচ্ছে আট দল। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে এবারের বিশ্বকাপ। ওই দুই দলের সঙ্গে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্তান অংশ নিচ্ছে আসরে। এর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান বাছাইপর্ব খেলে মূল আসরের টিকিট পেয়েছে।আইসিসির বৈশ্বিক ইভেন্টে সর্বনিম্ন দামে টিকিট বিক্রি হলেও মেয়েদের এবারের বিশ্বকাপের পুরস্কারের অর্থ বাড়ানো হয়েছে। চ্যাম্পিয়ন্স, রানার্সআপসহ আসরে অংশ নেওয়া দলগুলোকে মোট ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৬৯ কোটি টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে। ২০২২ সালের আসরে অর্থটা ছিল ৩.৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪২ কোটি টাকা।
Discussion about this post