ঢাকা: সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এস এম সিদ্দিকীকে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। এ সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন।আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরে তাদের আটকে দেওয়ার তথ্য নিশ্চিত করেছে শাহজালাল বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র।সূত্র জানায়, একটি এয়ারলাইনসে সকাল ১০টার ফ্লাইটে ব্যাঙ্কক যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন এস এম সিদ্দিকী ও তার স্ত্রী। ইমিগ্রেশনে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।প্রসঙ্গত, গত সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘৭১ মঞ্চ’ নামে একটি নতুন প্ল্যাটফরম আয়োজিত গোলটেবিল বৈঠক থেকে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
Discussion about this post